বাংলায় অ্যান্ড্রয়েড শিখুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি
উন্মুক্ত প্রশিক্ষন কর্মসূচী
অ্যান্ড্রয়েডকে বাংলা ভাষাভাষি মানুষের কাছে আরো সহজভাবে উপস্থাপন করার
জন্য আমাদের “বাংলায় অ্যান্ড্রয়েড সহায়িকা” পোর্টালটি সবার জন্য উন্মুক্ত
করা হয়েছে।
এই পোর্টালটি এখনও অসম্পূর্ন এবং এতে প্রতিনিয়ত আপডেটের কাজ চলবে। আপনার যে কোন মন্তব্য/ সংশোধন/ অবদান এর জন্য আমাদের জানান। আমাদের টিম বিষয়টি পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
সূচীপত্র
0 comments to অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্সের সূচী পত্র (পর্ব- ১)