ফটোশপ টিউটোরিয়াল স্মুথ মেটাল শেপ তৈরি

Posted by Stanford International School On Monday, October 20, 2014 0 comments
স্টেপ # ১)
প্রথমে আপনি এক টি ৬০০ * ৬০০ পিক্সেল রেজুলেশনের নিউ ফাইল নেন।
একটা নতুন লেয়ার নিয়ে নিবেন।
তারপর কালার প্যালেট থেকে ফোরগ্রাউন্ড কালার হিসেবে #e6e6e6 নেন।
এরপর ব্রাস টুল টি সেলেক্ট করেন এবং নিচের মতন করে একটি শেপ তৈরি করেন।












স্টেপ # ২)
এবার আপনাকে লেয়ার স্টাইল দিতে হবে।
তার জন্য আপনি লেয়ার >> লেয়ার স্টাইল >> ইনার গ্লো তে ক্লিক করেন।
তারপর নিচের ছবির মতন ভ্যালু দেন।


 স্টেপ # ৩)
এবার ইনার শ্যাডো তে ক্লিক করে নিচের ছবির মতন ভ্যালু দেন।



 স্টেপ # ৪)
এবার গ্র্যাডিয়েন্ট ওভারলে তে ক্লিক করে নিচের ছবির মতন ভ্যালু দেন।


স্টেপ # ৫)
 এবার স্যাটিন এ ক্লিক করে নিচের ছবির মতন ভ্যালু দেন।


ব্যাস আপনি একটা স্মুথ মেটাল শেপ তৈরি করে ফেলেছেন। এবার এটা সেভ করতে হবে নতুন লেয়ার স্টাইল হিসেবে।
তার জন্য আপনাকে নিউ লেয়ার স্টাইল এ ক্লিক করতে হবে এবং অবশেষে ওকে বাটন এ ক্লিক করে স্টাইল উইন্ডো থেকে বের হয়ে আসেন।

আপনার কাজটিকে স্মুথ মেটাল শেপ নামে সেভ করেন পি এস ডি এবং পি এন জি মোডে।

ধন্যবাদ ভালো থাকবেন। এবং বুঝতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন; আপনাকে আরও বিস্তারিত রূপে সাহায্য করার চেষ্টা করবো।

দেখা হবে আগামী পর্বে ।

0 comments to ফটোশপ টিউটোরিয়াল স্মুথ মেটাল শেপ তৈরি

Post a Comment