ফটোশপ টিউটোরিয়াল এল সি ডি অরব শেপ তৈরি

Posted by Stanford International School On Tuesday, October 21, 2014 0 comments
স্টেপ # ১)
সর্ব প্রথম আপনি একটি ৬০০ * ৬০০ পিক্সেল রেজুলেশনের নতুন ফাইল তৈরি করেন।
তবে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা নিবেন।
নতুন একটি লেয়ার নেন এবং ইহার নাম দেন "এল সি ডি শেপ"।
এরপর ইলিপ্টিকাল মারকুই টুল টি নেন (Elliptical Marquee)।
এবং কি বোর্ড থেকে শিফট ও অল্টার ( Shift and Alt ) কি একসাথে চেপে ধরে নিচের ছবির মতন করে একটা গোলাকার শেপ তৈরি করেন।


  

স্টেপ # ২)
এবার বৃত্ত টি সিলেক্ট থাকা অবস্থায় এডিত >> ফিল >>  কালার ( #ACBEDC)।

স্টেপ # ৩)
এবার সিলেক্ট থাকা অবস্থায় আরেকটি লেয়ার নেন এবং ইহার নাম দেন এল সি ডি শেডিং।
তারপর কি বোর্ড থেকে ডি বাটন টি চেপে কালার মোড ডিফল্ট মুডে সিলেক্ট করে নেন।
এবার এডিট >> স্ট্রোক >> ওয়াইডথ এ ৯ দেন; লোকেশন ইন্সাইড দিয়ে ওকে বাটন ক্লিক করেন।
নিচের ছবির মতন দেখতে পাবেন।


 স্টেপ # ৪)
 এবার এল সি ডি শেডিং লেয়ারে থাকা অবস্থায় ফিল্টার >> ব্লুর >> গসিয়ান ব্লুর সিলেক্ট করে ভাল্যু ৯ দিয়ে ওকে করেন।
লক্ষ্য রাখবেন বৃত্তটি যেন সিলেক্ট অবস্থায় থাকে।
এবার লেয়ারটির অপাসিটি কমিয়ে ২৮% দেন। নিচের ছবির মতন দেখাবে।


 স্টেপ # ৫)
এবার আমাদের যেটা করতে হবে সেটা হোল সাদা ব্যাকগ্রাউন্ড থেকে শেপ টাকে একটু আলাদা ভাবে দেখাতে ইহার চারপাশে একটা ছোট খাট আকার তৈরি করতে হবে। আর এর জন্য যেটা করতে হবেঃ
প্রথমে কি বোর্ড থেকে কন্ট্রোল কি টি চেপে ধরে লেয়ারটির উপরে একবার ক্লিক করেন।
তারপর নতুন লেয়ার নেন এবং ইহার নাম দেন স্ট্রোক।  
এবার এডিট >> স্ট্রোক >> এবং ভ্যালু ২ দেন ও ওকে চাপুন।
এরপর লেয়ারটির অপাসিটি দেন ৩২%।

 স্টেপ # ৬)
এবার আরেকটি লেয়ার নেন এবং নাম দেন অরব গ্লো।
লেয়ার ব্লেন্ডিং মোড নির্বাচন করেন >> কালার ডজ।
এবং লেয়ার ফিল এ ২১% মান দেন। (অপাসিটি এর নিচে পাবেন লেয়ার ফিল)

এবার পেইন্ট ব্রাস  ( Paintbrush ) টুল টি সিলেক্ট করেন। এবং অপশন বার থেকে ( উপরের স্ক্রিনে পাবেন) এয়ার ব্রাস  ( Airbrush ) এ ক্লিক করেন।

 কি বোর্ড এ আবার ডি চাপুন কালার মোড কে ডিফল্ট করার জন্য এবং পরবর্তীতে এক্স চাপুন ফোরগ্রাউন্ড কালার কে সাদা করার জন্য।

এবার ব্রাস সাইজ করবেন ৫৫০ পিক্সেল; হার্ডনেছ ০%; ফ্লো ৪০%।
এবার নিচের ছবির মতন করে ব্রাস টিকে বৃত্ত টির নিচের এক তৃতীয়া অংশে ধরে ২/৩ বার ক্লিক করে কিছুটা সাদা হাই লাইটস দিবেন।



একটু খেয়াল করে দেখবেন যেন আউটপুট টা এমন হয় নিচের মতন।



স্টেপ # ৭)
এবার কাজ হল কিছুটা হাই লাইটস তৈরি করা। যাহার জন্যঃ
আরেক টি নতুন লেয়ার নিব এবং নাম দিব হাই লাইটস।

চলবে . . . . . . . .  আজ আর পারছি না।
 

0 comments to ফটোশপ টিউটোরিয়াল এল সি ডি অরব শেপ তৈরি

Post a Comment