Search Engine Optimization কি?

Posted by Stanford International School On Tuesday, October 21, 2014 0 comments
আমাদের এইবারের আলোচনা হোল ইন্টারনেট জগতের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে; আর সেটা হোল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন । এক কথায় বলতে গেলে যাহা ছাড়া ইন্টারনেট জগত বিবর্ণ বা শূন্য। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বিস্তারিত বিষয়টিকে সহজ ভাবে উপস্থাপন করতে। এবং ধারবাহিক ভাবে ধাপে ধাপে আমরা সম্পূর্ণ বিষয়টিকে রপ্ত করার চেস্টা করবো। আশা করি সঙ্গে থাকবেন।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন কি?

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা এক কথায় এস ই ও সন্মন্ধে জানার পূর্বে আমি একটু পরিষ্কার করে বলি যে, আগে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিন টা কি অথবা এর কাজ কি?

সার্চ ইঞ্জিন হোল সেই মাধ্যম যাহার মাধ্যমে আমরা অনলাইনে লক্ষ কোটি তথ্যের মধ্য থেকে খুব সহজে মাত্র একটি শব্দ অথবা বাক্যের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বিশয় টি খুঁজে পাই। ইহার কাজ ই হোল আমাকে আমার কাঙ্ক্ষিত তথ্য খুঁজে দেওয়া। সরল ভাষায় এটাই হয়তো এর মূল ব্যাখ্যা।

এবং সার্চ ইঞ্জিন বলতে আমরা যেটা অথবা যাকে চিনবোঃ

www.google.com
www.yahoo.com
www.bing.com

এছারাও বর্তমানে আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। তবে Giant বলতে যাদের বুঝি আমাদের মূল বিষয় বস্তু গুলো ঠিক তাদের কে ঘিরেই।

যাই হোক; সার্চ ইঞ্জিন এর কাজটা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এখন বিষয় টা হোল অপ্টিমাজেশন। ইহাকে একটু বিস্তারিত ভাবেই বলতে হবে তা না হলে কর্তাকে অবহেলা করা হবে।

আসলে আমরা যে সার্চ ইঞ্জিন সমুহ ব্যাবহার করি সেটা শুধু কাঙ্ক্ষিত ফলাফল পেতেই নয়; বরং সবচাইতে উপযোগী ফলাফলটি পেতে। ইহার অর্থ সার্চ ইঞ্জিন আমাদেরকে সেই সমস্ত ফলাফল প্রদর্শন যে গুলো এক কথায় আমাদের কাঙ্ক্ষিত বিষয় সমুহ  যেই সমস্ত ওয়েব সাইটে সর্বাধিক তথ্য সহ আলোচিত অথবা উপস্থাপিত।

এবং সেই অনুযায়ী ইহা পর্যায় ক্রমিক ভাবে সঠিক গুনগত মানের ও বিষয় ভিক্তিক লিখিত শব্দ কে গুরুত্ব দিয়ে ফলাফল প্রদর্শন করে থাকে।

এখন কথা হল অপ্টিমাইজেশন!

হ্যাঁ ; কে না চায় তার পন্য অথবা সেবাটি সকলের পূর্বে গ্রাহকের কাছে পৌছাতে।  

সুতরাং এবার পালা প্রতিযোগিতার। যেই ব্যাক্তি তাহার পন্যটি সর্বাধিক বিস্তারিত ভাবে তাহার গ্রাহকের নিকট উপস্থাপন করবে গুগল, ইয়াহু অথবা বিং তাকেই সকলের নিকট সর্ব প্রথমে উপস্থাপন করবে।

বিষয়টি আসলেই এরকম।

এক কথায় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলতে সার্চ ইঞ্জিনে নিজেকে, নিজের পন্য অথবা নিজের সেবাকে সর্ব প্রথমে পৌঁছানোর জন্য যে সমস্ত কাজ করা হয়; তাকেই সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বলে।

আমরা আরও বিস্তারিত শিখব আগামী পর্বে। এবং ধাপে ধাপে সম্পূর্ণ বিষয়টিকে রপ্ত করে ফেলবো।

সঙ্গে থাকবেন আর যে কোন সমস্যায় কমেন্টে জানাবেন, চেষ্টা করবো সহজ সমাধান দিতে। 

 

0 comments to Search Engine Optimization কি?

Post a Comment